কোনো একদিন থেমে যাবে জীবনের যত ব্যস্ততা
মুছে যাবে জীবনের বাকে ছিল যত স্বপ্নের আকূলতা
থেমে যাবে চিরতরে তোমার-আমার বিরহ ব্যথা
আমাকে জড়িয়ে সান্ত্বনা দিবে আমারই নিঃসঙ্গতা ।


সোনালী ফ্রেমে বাঁধা সময় গুলো কাটছে অনাদরে
দিন শেষে আমি থাকি বুঝেও না বোঝার ভান ধরে
ক্লান্তিহীন ভাবে চলে একই নিয়মের ধারা অগোচরে
তবুও ডুবে থাকি এই পৃথিবীর মায়ার অথৈ সাগরে ।


ক্ষণিকের জীবন তাই; চাই না আর চলতে এলোমেলো
এ প্রাণে আর আনে না শিহরণ জমকালো নিয়ন-আলো
অনেকটা সময় তো চলে গেলো,অনেক বসন্ত ফুরালো 
জানি না আমলের খাতাটি কি দিয়ে কতটুকু পূর্ণ হলো ।


অনাগত দিন যত আসে ততই যেন প্রাণ আমার উষ্ঠাগত
আজ ভাবি, ফেলে আসা দিনগুলো ছিল আসলেই দুর্দান্ত
ধর্ম চিন্তায়, সমাজ চিন্তায় খেয়ালি মন হয়ে উঠে অশান্ত
ক্ষমা করো প্রভু সব ভুলের জন্য,এ মনকে করো প্রশান্ত ।