পৃথিবীতে কেউ তো সব গুনে গুণী নয়
পৃথিবীতে কেউ তো সব পুণ্যে পূর্ণ নয়
ভাল-মন্দ মিলিয়ে’ই আছে মানুষ বিশ্বময়
সংসারের এই সমীকরণ যেন এক বিস্ময় ।


মানুষই করে ভুল মানুষই শোধরায়
ভুলের জীবন হতে মানুষই বদলায়
আল্লাহও ক্ষমা করেন ফিরে যে তওবায়
আরও ক্ষমা খুজেঁ পাবে নবীজির দীক্ষায়।


হানা-হানি কানা-কানি মুসলমানের কাজ নয়
ভালোবেসে সবাইকে বুকে টেনে নিতে হয়
‘ভুল গুলো ভুলে যাওয়া’ বড় মনের পরিচয়
মিলেমিশে এক হওয়া নয় তো পরাজয় ।


সংসারের যত ভুল, হোক যতই প্রতিকূল
খুঁজে পাবে , এই ভবে ? আছে কেউ নির্ভুল ?
তবে কেনো কষ্টে ভরাডুবি দুইকূল
সুখী হবার মূল হলো - ‘ভুলে যাও যত ভুল’।


ছোট-বড় যত ভুল, তবে সংসারই মুখ্য
সুখী হয়ে বেঁচে থাকা সেটাই হোক লক্ষ্য
পাহাড় সম ভালোবাসায় পূর্ণ করো বক্ষ
সংসারের বৈঠাতে হতে হবে দক্ষ ।


সংসারে ঠোকাঠুকি কমবেশি হতেই পারে
ভুল বুঝে তা যেন কখনোই না বাড়ে
ভুল হলে ক্ষমা করো, ক্ষমা চাও একে - অপরে
আল্লাহও ভালোবাসেন ক্ষমাশীল বান্দারে ।