ওরে বন্ধুরে !
সুখ বলে কিছু নেই এই পৃথিবীতে
জীবনটাই চলে গেলো সুখের আশাতে
কত কিছু লিখা হলো কবির ভাষাতে
আসলে, সুখ বলে কিছু নেই এই পৃথিবীতে !
 
আমারও শখ ছিল সুখ পাখিটা ধরতে

চেয়েছিলাম নীরবে পুষতে আমার মনেতে
আসলেই কি, সুখ বলে কিছু আছে পৃথিবীতে
নাকি সুখের আশায় চলছি শুধু ভুলেতে !


বুঝেছি অবশেষে, জীবনের লক্ষ্য সুখী হওয়া নয়

এই পৃথিবীতে আগমন শুধু জীবন সাজাতে নয়

এই পৃথিবীতে এসেছি স্রষ্টার আদেশটা মানতে

আসলেই , সুখ বলে কিছু নেই এই পৃথিবীতে !
 
আল্লাহর পথে ছুটছে যারা, তাদের মনেই শান্তি
সকাল-বিকাল আল্লাহকে পাবার করো মিনোতি
তবেই পাবে শান্তি , আনন্দময় হবে সবই
সুখী হবার জায়গা তো নয় এই পৃথিবী !


সুখ যদি কিছু মেলে , তবুও তা ক্ষণিকের
অজান্তেই আবার অ-সুখের বাসা বাঁধে ফের
যদি সব কিছু ভুলে আল্লাহকে পারো ডাকতে
শান্তি! শুধু শান্তিই খুঁজে পাবে তাঁর নামেতে !