একটা সময় তুমি ছিলে আমার ছায়ার মাঝে
হারিয়ে যেতে আমার সাথে সকাল বিকাল সাঁঝে
দিনগুলো সব কাটতো তখন, ছিলে বাধঁন হারা
স্নিগ্ধ ছিল তোমার হাসি, ছিলে মায়ায় ভরা ।


তোমার ছিলো স্বপ্ন অনেক জোছনা রাতে হাঁটতে
মনের ভুলেই নিজের মনে আমার ছবি আকঁতে
স্বপ্নমাখা ঐ দিনগুলো যে কাটতো খুশির মেলায়
হাতটি ধরে ভেসে যেতে সাদা মেঘের ভেলায়।


ভালবেসে আমার পানেই ছুটতে অনায়াসে

তোমার মতন আর তো কেউ থাকে না যে পাশে
সকল কথায় হৃদয় তোমার উঠতো যেন দুলে
আবোল তাবোল কথার মেলায় কষ্ট যেতে ভুলে ।


মন খারাপের দিনে যখন মনটা ভারী হতো

আমি এলেই দূঃখ গুলো মিলিয়ে যেন যেত

আমার প্রাণের রঙধনুটাও রাঙিয়ে দিয়েছিলে 

হঠাৎ বেকেঁ গেলেও ছিলে, আমার মনের মিলে ।


অভিমানের প্রদীপ জ্বেলে, জ্বালিয়েছি তোমায় কত
ভালোই ছিলো দিনগুলো সব ছিলো ছবির মত
স্বপ্ন ছিলো প্রেম আকাশে উড়বো এমনি করে
আলো হয়ে থাকবো সেথায় শুকতারাদের ভিড়ে ।


হঠাৎ করেই সেই তারাটা হারিয়ে গেলো কোথায়
আলো আমার নিয়ে গেলো হারিয়ে যাবার বেলায়
বুকের ‘পরে রইলো পড়ে ব্যথার কঠিন পাহাড়
সেই যে গেলো আধাঁর করে ফিরলো না তো আর।


হাত বাড়ালেই তোমার শহর, নয় তো বেশি দূরে
তবুও জানি চেনা পথে আসবো না আর ফিরে
জীবন স্রোতের ঢেউগুলো আজ বইছে প্রতিকূলে
নিয়ম মেনে সব তরীরা ফিরে না তো কূলে।