ডিজিটাল এই 'ভেলেন্টাইন্স ডে’
আসে বছর ঘুরে
হয় যে মরণ ভালোবাসার
উদ্দামতার ভীড়ে ।


চার দেয়ালে বেড়ে উঠা সব
ছেলে-মেয়ের দল
বিশ্ব দিবস পালন করে
হয় যে বিহ্বল ।


হায়া’র মাথা খেয়ে তারা
হয় যে ঘরের বাহির
অ-নে-ক ভালেবাসে তাই
বিশ্ব করে জাহির ।


হয় যে তারা দিশেহারা
নষ্ট প্রেমের তরে
বুড়ো-বুড়িও যায় না বাদ
এই নতূন প্রেমের ঘোরে ।


এই কি তব ভালোবাসা
লোক দেখানো শুধু
অভিনয়ের চর্চা আর
মিষ্টি কথার যাদু ।


কী আলামত ঢুকলো ঘরে
ভাবায় ‘মা- বাবা’কে
এই নষ্ট বানের উদ্দামতা
কষ্ট বাড়ায় বুকে ।


আর কত কাল এই তরুণেরা
চলবে ভুলের পথে
‘বাবা-মা, সমাজপতি’ জেগে উঠুক সবে
আদর করে হাতটি ধরে
নিয়ে আসুন আলোকিত পথে ।


আর সত্যি’ই যারা ভালোবাসে
প্রাণটা উজার করে
রঙ বে-রঙের ‘রঙের মেলা’
থাকে হৃদয় জুড়ে ।


প্রাণের মানুষ থাকে প্রাণে
হৃদয়ে কোমলতা
মন যে তাদের চিরসবুজ
নেই কোনো কৃত্তিমতা ।


ঐ নষ্ট দিবস আর নষ্ট প্রেম
চলো দমন করি আজ
চুলোয় যাক ঐ ‘ভেলেন্টাইনস ডে’
চলো সবে তৈরী করি সুস্হ একটা সমাজ ।