মাটির গন্ধে পৌরাণিক বিস্মৃতি;
একটাই কবিতা লিখেছি এযাবতকাল বারবার—বারংবার
শুধু বদলেছে তার খাল
বসন্তে পথ চেয়ে ছিলো আষাঢ়-শ্রাবণ
ভাদ্রে কোলাহল, ফসল উঠবার আগেই খুধা
চিনেছিলো অমল; কবিতারা পথ হারাল
উদ্ভ্রান্তের মতো, বেহাত হলো, বিষধর
কবির মতো—দেখায় ও শোনায়
ভেতর জুড়ে দারুণ গরল; আজ-
প্রতি পঙতি যেন তার মতো আমাকেই দিচ্ছে ছোবল।