সবার ভিতরেই হাহাকার,
কাছের আপনকে দূরে ঠেলে,দূরের আপন খুঁজে খুঁজে আজ আমরা গোল্লাছুট;
তাইতো পৃথিবীর বুকের এতো পথ-ঘাঁট আজ হয়ে আছে যাযাবর,
চাঁদ কাছে আছে, তবু সূর্য জ্বলে উঠে বহ্নি করে বেড়ায় আর বুঝিয়ে দেয় সে-ই সবচাইতে কাছের ।
সবার ভিতরেই হাহাকার,
কাছের আপনকে দূরে ঠেলে,দূরের আপন খুঁজে খুঁজে আজ আমরা গোল্লাছুট....
২৫/০৬/১৮
(জীবন খসড়া)