আহাঃ
ফয়েজ আহমেদ রাজু


আহাঃ যন্ত্রণা ভীষণ বিবেচনায়,পরিবর্তন ঘটার আলোচনায়
বিপ্লব আজ ভাবনাতে মানায়,অজস্র সংশয় ব্যবস্থাপনায়
শত সততার মশাল নিবেছে যুগ যুগ ধরে ধমকা হাওয়ায়
বিলীন হয়েছে মহানায়ক যত ইতিহাসের সেই নোংরা খেলায়
যারা নিবিয়েছে দীপ্ত মশাল,পিছনে করেছে ছুরিকাঘাত
ইতিহাস তারাই তৈরী করেছে,সাজিয়ে নিজেরে আরাধ্য জাত
তারই বানাইলো শ্রেণীবিভাগ,আড়ালে থাকিয়া মনুষ্য মাঝে
আজ দেবতা তারাই,পূজো অর্চনায় ব্যস্ত আমরা
সকাল-সাঝে


আহাঃ কী যে যন্ত্রণা বাঁচিয়া থাকার,হে ধরণী তুমি দ্বিধা হও
আমার চক্ষু,বিবেচনা সবই দয়া করে প্রভু হে কারিয়া লও
যদি বাঁচিয়ে রাখ দয়া করে তুমি,দাও শক্তি দাও সাহস দাও
গোলামির শিকল ছিড়িয়া ফেলিয়া শির উঁচু করার সামর্থ্য দাও