আলোক
              ফয়েজ আহমেদ রাজু


আমার গৃহের অন্ধকারেতে
দীপ একখানা জ্বলে
নানান লোকের ভিড় জমিয়াছে
আলোক দেখার ছলে
দ্বার,বাতায়ন বন্ধ করেছি
ঘুমের ভানটি ধরে
তবু মনে হয় চুরি গেলো বুঝি
হন্যে হইব ভোরে
কি যে করি হায়,নাহি কি উপায়
মনটা ভীষণ কাতর
যতেক ছিদ্র আছে মোর গৃহে
জড়িয়েছি তাতে চাদর
কিঞ্চিৎ পরে আলোক নিভিল
ভাবিয়া হইনু সারা
পরে বুঝিলাম আগুন জ্বলে না
অক্সিজেন-ই ছাড়া।