আমি সবুজের কথা বলছি
ফয়েজ আহমেদ রাজু


আমি যদি সবুজের কথা বলি,
তোমরা কি আমায় গ্রহণ করবে?
যা ছিল কৃষ্ণচূড়ার রক্ত রাঙা আড়ালের সবুজ।
যা ছিল মরুর বুকে খন্ডে খন্ডে বেঁচে থাকা সবুজ।
আমি যদি সেই সবুজের কথা বলি,
তোমরা কি আমায় সাধুবাদ দিবে?


আমি যদি তোমাদের সেই সবুজের কথা বলি,
যা পাথরের গাঁয়ে জায়গা করে নিয়েছে।
আমি যদি তোমাদের সেই সবুজের কথা বলি,
যা নদীর বুকেও রঙিন ফুল ফুঁটিয়েছে।


তবে কি তোমরা আমায় গ্রহণ করবে?


না,আমি কার্পেটে জড়ানো সবুজের কথা বলছি না।
আমি বসন্তের কঁচি পাতার সবুজের কথা বলছি না।
কিংবা বলছিনা চারণভূমির সরল সবুজের কথা।


আমি সেই সবুজের কথাই বলছি,
যার চেতনার গ্লানিতে আছে  কোটি প্রাণ।
আর অতৃপ্ত আত্মাগুলোর যন্ত্রণায়,
যে সবুজ ফুঁপিয়ে  কাঁদছে আড়াল থেকে।


আমি সেই সবুজের কথাই বলছি।