আত্মঘাতী
ফয়েজ আহমেদ রাজু


শত আবেগ জড়িত শব্দ  রচিয়া পাইতে চাই না খ্যাতি,
ন্যায়,অন্যায়ের প্রলাপ রচিয়া দেখাইতে চাই না উন্নতি,
আজ ও সহস্র ভুখা বৃদ্ধ,শিশু,জোয়ান ঘুমায়
জঠর জ্বালা লয়ে
তারাই প্রতিটা পলকে মৃত্যু খুঁজিছে জীবনের বোঝা সয়ে।


যাদের আঁধার কাঁটে না ভোর হলেও, ঘরে জ্বলে না বাতি,
যাদের চোখে ভর করে পথের ধূলো,ক্লান্তির মাতামাতি,
যারা কুকুরের ন্যায় আহার খুঁজিয়া কাঁটায় নিরব রাতি,
তারাই মানবতার মিথ্যা আলাপে হলেন আত্মঘাতী।


তুমি কি চিনেছ?


তাদের ফুসফুস হলো বিষাক্ত পলিথিনের আশ্রয়
তাদের হৃৎপিণ্ড বিষাদ কালো কার্বন জড়িত রক্ত বয়
তাদের চক্ষু বেয়ে রক্ত ঝড়ে শুকিয়ে নোনা জল
এরাই রফিক আজাদের সেই মানচিত্র খাদক দল।