বার্তা
ফয়েজ আহমেদ রাজু


অশোকের ডালে বসে বৃদ্ধ একটি কাক ডেকেই চলেছে বহুকাল ধরে,
কোন এক বার্তা দিবে বলে,
কিন্তু কেউ বিরক্ত হয় তার বিরস কণ্ঠে,
কেউ বলে হতচ্ছাড়া মরিস না কেন হে!
কেউ বা এসে দৌড়ে গিয়ে পাটকেল ছুঁড়ে,
কাকটি উড়ে গিয়ে আবারো ফিরে এসে বসে
অশোকের সে ডালে


কাকটি বিরস কণ্ঠে বলে যায়,
তোমরা নির্বোধ,ব্যতিব্যস্ত তুচ্ছ মোহে।
তোমরা স্বাচ্ছন্দ্যের ভিখারি ডুবিয়া থেকেও সুখ সলিলে।
তোমরা বৃষ্টি ছুঁতে পারো,স্পর্শ করতে পারো রোদ্দুর,
গান গাইতে গাইতে পারি দিতে পারো সাত সমুদ্দুর,
তবু যেন কালো মেঘাচ্ছন্ন ছায়া তোমাদের হাসিতে লুকিয়ে থাকে।
তাই আমি তোমাদের সেই অশ্বত্থের কথা বলে যাই,
যে পাথরের গায়ে জন্মেও স্বাচ্ছন্দ্যে বিকশিত হয়।