ফয়েজ আহমেদ রাজু
         বিদ্রুপ


মানুষ হইয়া মানুষের পদে লুটিয়ে পড়িস জড়াই
নরাধম ওহে বাঁচিয়া থাকিস কোন সে মুখেতে লজ্জা সকল ভুলাই।
নিখিলের প্রভু তাকায় আছেন সকরুণে তোর পানে
তুই এথা মাগিয়া ফিরিস জুটাইতে আহার মানবের চরণে পরে।
অলস আলাপে বিলাপ রচিস নয়ন ভিজিয়ে জলে
ঢাকিয়া চলিস স্বদুর্বলতা কত বিচিত্র কৌশলে।
সপ্তাকাশে আছেন ওহে প্রভু মোদের দয়াময়
তাঁর নাম বিকায় আহার মাগিছিস বিচরণ করিয়া লোকালয়।