ছোট্ট নায়ের মাঝি
ফয়েজ আহমেদ রাজু


কিরে মাঝি ভাই চলে যাও দেখি, নায়ে তুলবে না আমায়?
ঘাটে রেখে যদি ওপারে ভিড়াও হবে যে ভারী অন্যায়।
বেঁচে আছি এইতো ঢের আবার এত্ত কি সব দায়!
ছোট্ট নায়ের মাঝি যে আমি বলো ক'জনই বা তোলা যায়?
কতশত মাঝি ঐ দেখো পাল তুলে হাওয়া ধরে,
আমারতো কেবল বৈঠা খানা নোনা জল শুধু ঝরে।
আমি বাপু বলি তলা হীন ঝুড়ি,
যা পাই তাই হারাই।
কি ঠেকা আমার বলো দেখি শুনি,
ডুবি গিয়ে মোহনায়!


তোমার নীতিরআলাপ বাঁধিও বড় নাও এর মাঝি সনে,
যারা কবে মাথা নারি বলেছেন বাবু ঠিকই আর গাল পারিবে আমারে!