যাচক
ফয়েজ আহমেদ রাজু


আমি যাচক ভালোবাসার,যা ফুড়ায় নাহি তুচ্ছে।
আমি যাচক ভালোবাসার,যার সীমান্ত পুষ্পের গুচ্ছে।
আমি যাচক ভালোবাসার,যার সুর পক্ষি কন্ঠে।
আমি যাচক ভালোবাসার,যার চেতনাটা বায়ু মন্ত্রে।


আমি যাচক ভালোবাসার,অগ্নি বদ্ধ লন্ঠে।
আমি যাচিয়া ফিরেছি দ্বার,বিশ্বের ভূ-খন্ডে।


আমি যাচিয়াছি প্রেম,আয়োতলোচনার চোখে।
আমি যাচিয়াছি প্রেম,প্রেয়সীর ঐ নিবিড় বক্ষে।


আমি ভাবিয়াছি ভালোবাসা নিহিত রয়েছে ক্ষুদ্রে।
আমি ভাবিয়াছি ভালোবাসা নিহিত চরম শুভ্রে।
আমি ভাবি নাই ভালোবাসা থাকিতে পারে বজ্রে।
আমি ভাবি নাই ভালোবাসা থাকিতে পারে তূর্যে।
আমি শুনি নাই কভু বিষন্নসুরে  ভালোবাসার  আত্মগীতি,
আমি ভাবি নাই কভু বিসর্জনে লুকায়িত মহা প্রীতি।
ভালোবাসা সে নিহিত আমার চিন্তা বিবেচনায়,
বিচ্ছেদে তার গভীর আঘাত অনুভবে অন্তঃটানায়।