যুবক
ফয়েজ আহমেদ রাজু


কলতানে ভেসে আসে অমায়িক ছন্দ,
হাঁটু জলে খাবি খায় রাম ঘোষ চন্দ্র।
হলুদ আর নীল রঙে জাতি হইলো জব্দ,
মোহ-টোহ কেঁটে গেলে নাকে বাজে শব্দ।
কি যে পাবে হাতরিয়ে কি যে হবে জানে না!
যুক্তির ও মানা বারণ কোনকিছুই শুনে না।


শুনো সময় তোমায় হাঁক ছেড়ে ডাকে
যুবক, ঐ ডাকছে তোমায় সিংহাসন,
তবু ও কেন তোমা' বিবেক ঘুমায়,
হৃদয়টা রেখেছ অবচেতন?
জীবন তরী ভাসাতেই হবে
হানুক না আঘাত উতলা ঢেউ
তোমার শিরকে নুইয়ে রাখবে
আসে নাই এমন ধরায় কেউ


হে তুমিই তরুণ,তুমিই যুবক
বিশ্ব লুটিবে তোমার চরণে
প্রকৃতি সাজিবে তোমার বরণে
তুমিই হবে নব যুগের গল্প লেখক