কাঠের পুতুল
ফয়েজ আহমেদ রাজু


মানবতা বুঝি কাঠের পুতুল কাঠুরের হাতে বাঁধা
ধারণ করে সে রূপ খানি কাঠুরের যেটা চাওয়া।
ঝর উপারিলো আম্রকানন আমের হইলো লয়!
উপারিছো আজ সেগুন,গর্জন এ সব কি কিছু নয়?
বিবেচনা সবই লোপ পাইয়াছে বিবেক কণ্ঠে শূল
কি বলিস ওহে মাথা খাটাইয়া ভাবিয়া পাস কিরে কূল?
গুড়ুম,গুড়ুম গর্জন শুনিয়া মাতিস কি মহানন্দে
বারিষণ সে কি হলো নাকি,না জেনেই বোঝা স্কন্ধে।
মহাকাল যবে এসে দাঁড়াবে  লুকাবি কোন সে আড়ালে
কালই মিটাইবে কালের অভিশাপ অতীতের পদ তলে।