ক্ষোভ
ফয়েজ আহমেদ রাজু


আমি আনিবই বিপ্লব
সত্য বিরোধী,যা কিছুই আছে বিলীন হবে তা সব।


জরাজীর্ণ যা আছে ঘিরে অশুভ ছায়া আছে মাথা 'পরে
দুমড়ে মুছড়ে টানিয়া ছিড়িব দিবা রাত্রি অষ্ট প্রহরে


অনলের ভয় সে আমার নয় আমি প্রজ্বলিত শিখা
অশুভ লিখন করিব খণ্ডন বর্তমানরে দিয়া।