খোয়াবের রঙ
ফয়েজ আহমেদ রাজু


অনিন্দ্য দৃষ্টি ও ফিরে আসে কোলাহলে
বিষন্ন সন্ধ্যা বৃষ্টির ফোঁটায় ফোঁটায় বিচ্ছিন্ন
আষাঢ়ের সাজসজ্জায় জল ঢালে শ্রাবণ
আকাঙ্ক্ষার জমিন ডুবিয়ে হাসছে প্লাবন


বজ্রের উৎপাতে আঁধারের ক্লান্তি নামে
রোদের উত্তাপে ছায়ারা চঞ্চল
খোয়াবের রঙে ভাটা লেগে আছে
শান্তির বৃক্ষে ধরে টকফল


হিজলের অরণ্যে লতাপাতা জড়ানো
বঁধুর নাকে ঠাই পায় বকুল
চারাগাছের শিকড় খুঁজে না আর জল
কান্নার শব্দ,শুনো কি আকুল!


অপরিপক্বতা যেন বিবেক করেছে জব্দ
মন বুঝতে চায় না যুক্তি
ক্লান্তিরা ও ভর করে আছে চোখে
পায় না সামনে দেখার শক্তি
প্লাবন জলের তরঙ্গের শব্দের ফাঁকে
বেজে ওঠে অপূর্ব হাঁসি
কান পেতে,আলতো পায়ে আসি হেঁটে
দু'হাত পেতে তারেই যাচি