ফয়েজ আহমেদ রাজু
  কবিতার কথা


কবিতারা দেখি শ্বাস নিবে বলে বিদ্রোহ করে রোজই
গণ্ডিতে তারা বাঁধা পরে গেছে নিদ্রিত কবি আজই
অক্সিজেনের অভাব সে ঐ হাঁসিছে অট্ট হাঁসি
দম নিতে হলে বুক জড়াইয়া কণ্ঠে বাজিছে কাঁশি
প্রণয় সিক্ত আবেগ জড়ানো ভাষায় ত্যক্ত সবই
কিঞ্চিৎ ভান  আর অভিমান কি যে বানালেন  কবি!
চেতনার সে পাখি কোন আড়ালে থাকি বসে না চন্দন ডালে
সাহিত্য কথন জীবন আলাপন সবই ডুবে আছে জলে
প্রান্তিকতারই চূড়ান্তে জমছে জীবন গল্পের ভীড়
হচ্ছে খণ্ডন শুদ্ধ বন্ধন বিবেকে ধরিয়াছে চিড়
আল মাহমুদের সাদা সেই পাখিটি হইলো বোধহয়  খুন
কবি সমাজেরই পান্তা ফুড়াচ্ছে জুটাইতে গিয়াই নুন।