লেখক
ফয়েজ আহমেদ রাজু


তুমি লেখক,
তোমার কলমে একটি জাতির আদর্শের সূর্য উদিত হয়
তোমার কল্পনার রঙ অজস্র প্রাণে আলপনা এঁকে দেয়
তোমার প্রতিটি শ্বাস-প্রশ্বাস সে তৃষ্ণার্থ প্রাণগুলো অনুভব করে
তোমার অনুভূতির প্রচন্ড প্রভাব আছে,জানোতো!
তোমার যে অপূর্ব সৃষ্টিটা কেবল তোমার কল্পনায় আটকা পরে আছে
সে সৃষ্টিটা ঐ প্রাণগুলোকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে
হয়তোবা,তুমি বেখবর আছো


হে তুমিই লেখক
তোমার কলম জাতির আদর্শ গড়ে
আর জেনে রাখ,
তোমার কলমের বলপয়েন্টটা একটা পৃথিবী ধ্বসিয়ে দিতে পারে