মেলা
ফয়েজ আহমেদ রাজু


সোম আর বুধে দীঘির পারে বসতো হাট এক তায়
সেথায় কত ঢঙেই সেজে মানুষ ভিড় জমাতো হায়
হরেক রকম কত কিছু উঠতো সে মেলায়
নাগরদোলা,যাত্রাপালা জমতো যে সন্ধ্যায়
চিড়ামুড়ি,বাতাসা আর খেজুরের লাল মিঠা
কাঁচের চুড়ি,রঙিন মুখোশ,চুলের রঙিন ফিতা
মাটির হাঁড়ি,খেলনা পাতি,বধূর সাজের পুতুল
রঙিন চশমায় চারিপাশটা লাগতো সে কি অতুল
রাত নামিলেই হরেক বাতি জ্বলতো মিটিমিটি
আলোর ঝলকে মেতে উঠতো নিকষ আঁধার রাতি


সবাই তখন হপ্তা মানে বুঝতো এ দুই দিন
বেলা গড়িয়ে আঁধার ঘনাতো বাজিয়ে মধুর বীণ
সময় তখন চলতো ধেয়ে নদীর স্রোতের মতোন
প্রতিটি ক্ষণ পুলকিত মন বুনতো রঙিন স্বপন


হায় এমনি করেই অবহেলায় পার করেছি জীবন
কত সাধনাই রইলো বাকি হইলো কই আর সাধন