হে আমিই নির্বোধ
আমার জেহেন বুঝে-টুজে না কারে কয় প্রতিশোধ
আমার বাহু জড়ায় ধরে অপয়া আছে যা
আমার কণ্ঠে অমোঘ বাণী সুর খুঁজে পায় না


হে আমিই নির্বোধ
আমি আর এখন চাই না বুঝতে ন্যায়-অন্যায়ের বোধ
আমি চাই না মিটুক বিরোধ যত সৎ অসৎ-এর মাঝে
আমি চাই শুধু পাখিরা ফিরুক নিরাপদে সাঁঝে