অমর বাণী
                  ফয়েজ আহমেদ রাজু


সত্য বহিস তাহলে-ও যদি নিন্দুক তোমা' নাহি জুটে,
জেনে রেখো তোমার সত্য কখনোই পৌঁছায়নি কারো অন্তরে।
সত্য কহিয়া ছায়া বীথি তলে রাখালের সুরে বাঁশি ফুঁকো!
কি লাভ তোমার অতশত বোঝে ক্ষেত্র-ই যদি নাহি গড়।
সমাজ ডুবছে রসাতলে দেখে বিবেক-ই যদি নাহি টলে,
তাহলে যে তোমার নামেতে রচিবে না কবি অমর বাণী কোন কালে।
যদি তোমারে স্মরি শ্রদ্ধা ভরে কেউ প্রার্থনা কখনো
নাহি করে,
মনুষ্য হইয়া জন্মেছ যদিও মৃত্যুর-ই কাছে যাবে হেরে।