পথিকৃৎ
ফয়েজ আহমেদ রাজু


কাহার আদলে গড়িলি নিজেরে,কাহারে মানিলি বীর?
ক'জন সীমারের বক্ষ বিঁধিয়াছে,তাহার ছোড়া তীর?
ক'জন সুহৃদ এর পাশে লিখা হয়েছে তাহার নামখান?
তাহারে ভাবিয়া ক'জন লিখেছে মানবতার-ই উপাখ্যান?
সে কি বেঁচে আছে মৃত্যুঞ্জয়ী হয়ে সকলের স্মৃতি মাঝে?
তাহার তরে কি ঝরে দুই ফোটা জল নফলের জায়নামাজে?
যদি এমন না হয় জেনে রেখো তবে, কাপুরুষ সে বীর নয়,
তাহারে মানিয়া যাপিত জীবন,শুধু জীবনের অপচয়।