প্রাণের সড়ক
ফয়েজ আহমেদ রাজু


দেখো প্রজন্ম মোদের ভুলিয়া গিয়াছে নিজ প্রাণের সড়ক,
আজ আধুনিকতার ভাবনা ঘিরেছে পশ্চিমা ঐ নরক।
আজ শাড়ি-তে নারীর মান হানি হয় মিনি স্কার্টে সুখ্যাতি !
শপিং মলের কালেকশন কহিছে দেশীয় সংস্কৃতির অবনতি।
আজ দেশীয় ঐতিহ্য ,জীবন রীতি বড়ই নাকি ব্যাক ডেট,
মুক্ত চিন্তা সেতো চুরি  করে নিয়েছে কৌশলে ইন্টারনেট।
আমার দেশের সে নবান্ন আর বৈশাখের ঐ মেলা,
বছরের শেষে ঘুরে আসা আমাদের আনন্দের সেই খেলা,
হারিয়ে ফেলেছে অনুভূতি আর চেতনার সাত রং,
তাইতো সবে দিবস গুনিয়া দেশ প্রেমের করে ভান।
আজ থার্টি-ফাস্ট উদযাপনের গুরুত্ব টাই দারুণ!
ইংরেজদের অনুসরণের মাঝে মনের শান্তি খুঁজে তরুণ,
তবে কি লাভ হয়েছে ব্রিটিশ তাড়িয়ে,অযথাই প্রাণ দান?
যদি তাদের রীতি মানিলে বাড়ে মোদের আত্মসম্মান!


শুনো নেতৃবৃন্দ আমি তোমাদেরকে বলছি,


কি মানে তোমার শাসনে থাকিয়া যদি মোদের সংস্কৃতি নাহি বাঁচে?
যদি জাতীয়তাবাদ বাঙালি কহিতে মাথা হেঁট হয়ে আসে।
দেশীয় সংস্কৃতি-এর প্রচার,প্রসারে সর্বদা দিয়ে যাও জ্বালাময়ী ভাষণ,
তবে তোমার সন্তানের চেতনা জুড়ে কেন আমেরিকান নগ্ন ফ্যাশন?
তবে কোথায় হারালো '৭১ এর সেই স্বাধীনতার দীপ্ত  চেতনা ?
আজ জাতি ভুলছে আপন পরিচিতি তোমার টনক কি নড়ে না?
তুমি গড়িয়া যাও এমন গোষ্ঠী, এমন বিশেষ  সম্প্রদায়,
যারা নিজ সংস্কৃতি লালন করে আধুনিক হতে চায়।