রাক্ষস
ফয়েজ আহমেদ রাজু


মৃত্যু নিথর অঙ্গনেতে
ঘুঙুর পায়ে নাচছে কে
অসুর মাদলে ঝঙ্কার উঠেছে
প্রাণগুলো নিষ্প্রাণ রুপে
ঘুরে বেড়াচ্ছে প্রেতাত্মাদের মতো।


বন্যতার শিকল পায়ে স্বাধীনচেতারা বিপন্ন প্রায়
আধুনিকতার ধুম্রজালে বিবেক মেতেছে উলঙ্গতায়
কিসের অভাব,কি এমন হলো সভ্য হচ্ছে অসভ্য
জীব শ্রেষ্ঠ বন্য হলো কেন ঘটলো বৈকল্য


আজ প্রসূতি মায়ের প্রসব বেদনায়
রাক্ষসেরই জন্ম হয়
নবজাতকরা কান্নার রোলে মোদের
কীই বা এমন বার্তা কয়।।।।।।