রক্তাক্ত সম্মান
              ফয়েজ আহমেদ রাজু


চারিদিকে যবে শাসন,শোষন নিরাশায় কোটি প্রাণ,
তখন তোমার কণ্ঠ বাজিছে শেখ মুজিবুর রহমান।
ব্রিটিশ যখনই গিয়াছিলো ছাড়িয়া মোদের নরাধমে,
সূর্য দেখিনাই মোট চব্বিশটি বছর নিরাশার গগনে।
অতঃপর কত সন্ধি চুক্তি কত বিচিত্র ভান,
পশুজাত ওরা রাখিতেই পারে নাই নিজেদের সম্মান।
শোষন ও জুলুম চারিদিক যখন করতে ছিল গ্রাস,
ফসলি জমিতে চাষ হচ্ছিলো দলে দলে শত লাশ।
বিরান ভূমি ও বিরান থাকেনি ভরাট হয়েছে শকুন,চিলে,
নিরাশার মেঘ ঢেকে গিয়াছিল বাঙলার নীল আসমানে
বিদ্রোহী তুমি,সামনে থাকিয়া প্রতিবাদ করে ছিলে।
কারাভোগ করেই জীবন কাটাইলা হার মান নাইতো তবু,
স্বার্থ লইয়া নিরালায় বসে ভাবনাই তুমি কভু।
যাদের তরে তুমি ত্যাগিতে চেয়েছিলে জীবন,যৌবন, প্রাণ,
অবশেষে তারাই উপহার দিয়াছে রক্তাক্ত সম্মান।