ফয়েজ আহমেদ রাজু
            রং


নীলের মধ্যেই রাখিয়াছি বেদন,হলুদে অপমান,
লালের মধ্যেই যতই কানাকানি সবুজে অভিমান।
রঙের মাঝে রঙ মেশাবো সে নেইতো আমার জানা,
কাকের ডানায় রঙ ছিটানো তা ও অজানা।


সাধনগুলো এলো-মেলো ভাবনার বেড়াজালে,
বিশ্ব মায়ের বুকের কথা পুকুর নদীর জলে।
আকাশ দেখে হাসবো নাকি কাঁদবো ভাবি এখন,
চাঁদটা এলেই মাঝ আকাশে ঝিমোয় জানি কেমন!


তবু আজো হাল ছাড়িনি খুঁজেই ফিরি সাদা,
সাদার বাড়ি ভীড় করেছে হরেক রকম ধাঁধা।
জানি আমি পাবোই খুঁজে সাদা রঙের খোঁজ।
তাইতো চোখে ঘুম না এলেও স্বপ্ন দেখি রোজ।