শিশির কাহন
ফয়েজ আহমেদ রাজু


এক ফোঁটা শিশির ঝমেছে ধানের শীর্ষ ডগায়
সৌর কিরণে ঝলমল করছে ধারুণ
অপরূপ সৌন্দর্য এক!
বাতাস ও যেন প্রেমে পরেছিল তার
প্রণয়সিক্ত আলতো স্পর্শ করে যাচ্ছে


যে পাখিটি কাকতাড়ুয়ার ভয়ে পলাতক
তার পাজরে যেন একরাশি সাহস কেন্দ্রীভূত হয়েছে
সে এসে খুব কাছে বসেছে তার


যে কীট টার বসবাস ধানের গোড়ায়
সে ও লাফাচ্ছে পরম আনন্দে
কী এক অদ্ভুত ব্যাপার!


সে শিশির কণাটাও নিভৃতে আনন্দ পাচ্ছে
তাকে ঘিরে এত উৎসাহ দেখে
ক্ষাণিকটা দূরে একটা বৃক্ষ চাইছে
তার সমস্ত ছায়াটা দিয়ে সে সৌন্দর্য ঢাকতে
সৌর কিরণ যতই প্রখর হচ্ছে সেও যেন তার ডাল ছড়িয়ে দিচ্ছে
সে বৃক্ষটি ডাল ছড়াতে ছড়াতে ক্লান্ত
আর শিশির ফোঁটা টাও দিনশেষে বিলীন।