শতাব্দীর খোঁজ
ফয়েজ আহমেদ রাজু


কার চিঠি খানা আনিছে পিয়ন
কার নাম ধরে ডাকে
কার সীমানাতে মেঘ ধরেছে
বজ্র কাহারে হাঁকে
শব্দ খেলিছে কার কাগজে
কলম নাহি থামে
গান ধরিছে হর্ষেতে কে
বারণ নাহি মানে


যার আনন্দে মাতিবে আকাশ
বৃষ্টি ঝরার উল্লাসে
যার হাসিতে কুসুম ফুটিয়া
বাগিচা সাজবে ভোরে
শতাব্দী খুঁজিছে তারেই এতকাল
কোথায় পাবো তারে