সত্যায়ণ
ফয়েজ আহমেদ রাজু


আমার জেহেনে রোজ বিহানেতে উদিত সুরুজ জিজ্ঞাসে মোরে
মানুষ বলে যে দাবি কর নিজে জাননি মানুষ কয় কি কারণে?
ক্ষণিক ভাবিয়া, এ কি জিজ্ঞাসা জটিল বড়ই লাগে
উত্তর দিবো কয় অক্ষরে ভাবিয়া লইতো আগে
জনম কাঁটিয়াছে বুঝি হেলাফেলায় ভাবিলাম কি আর ছাঁই
মানুষ বলেয়াছি নিজেরে কি কারণ উত্তরই জানা নাই।
অধিক চেষ্টা চালায়েছি বটে জানিয়াছি অতি ক্ষুদ্র
মানুষ হইতে মনখানা লাগে কাঁশফুল  হতে শুভ্র
বিনয় যাহার রক্তে বাহিত বড়াই করে না কভু
উৎসাহ দেয় ব্যর্থ জনেরে হিংসায়  বড় ভীতু
স্বপ্ন বিলায় কে আছে এমন ক' জন ছড়ায় সুখ
ক' জন ঢালিছে অনলে জল যা পোড়ায় শান্ত বুক
বিবেক ও বুদ্ধি আছে বলেই নাকি সেরা মাখ্লুকাত
পাহাড় কাঁটিয়াই সে বিবেক দিয়াই বানাই গিরিখাত।
কতই না নগর,সভ্যতা গড়েছি বিবেক বুদ্ধির জোরে
সে সব কিছুই ঠুনকো দেখছি ভাঙছে লোভের ঝড়ে
স্বার্থ ছাড়িয়া শান্ত থাকে কে শান্তি রক্ষা লক্ষ্যে
উপঢৌকনাদি ও যক্ষের ধণ প্রাণ দিয়া যে করি রক্ষে
হুষ হারাইয়া নিত্যিনতুন আজ বিধি করে প্রণয়ন
ক' জন ভাবিছে ক' জনের তরে ছাপিবে বলো কে সত্যায়ণ?
কি বলে যে তারে উত্তর দিবো কতই প্রশ্ন জাগে?
কোন সে কারণেআমাদের আজ মানুষ কইয়া ডাকে?