উদ্যম
ফয়েজ আহমেদ রাজু


বেলা যে পরে এলো কিই বা রইলো বাকি
সিংহল সমুদ্রে ভাটার লগ্ন বহে
তরী ভিড়ানোর কর্মে ব্যস্ত থাকি
ফুরিয়ে গেছে উচ্ছ্বাস ছিল যা বেঁচে
সুর শুকালো কণ্ঠে ঠাঁই না পেয়ে
ক্ষত-বিক্ষত ভেতরটা নিস্তেজ জানো
অনুভূতিরা বাস্তুহারা যেন
আকাশ সেজেছে লালচে রঙে,ফেলিছে দীর্ঘশ্বাস
বিন্দু বিন্দু জলকণার সে কি প্রচন্ড উৎপাত

রচনা হচ্ছে বিদায়ী সম্ভাষণ
নোঙরটা হলেই মুক্ত যে দায়ভার
বন্ধ করেছি যত কৌতুহলী অন্বেষণ
মুক্তি মানেই উত্তপ্ত বালুর ঘাট


স্বাধীনতা সে পেলাম না হয় মানি
রক্ষা করি সাধ্য কি আমার
তার চেয়ে বরং তরীর হালটা ধরি
বিপ্লবী হই শুদ্ধ চেতনার
বেলা ফুরালে সূর্য অস্ত যাবেই
পারবো জমাতে কিরণ কি কভু তার
রওনা করি না অনন্তের ঐ পথে
তোয়াক্কা না করে বেলা ফুরাইবার