ফয়েজ আহমেদ রাজু


এলো যুগে,কি হুজুগ এ কেমন শব্দ
ভাই,চাচা নাহি মানে,না জোয়ান বৃদ্ধ
পায়ে পায়ে কাঁধে কাঁধ লেহাজের অন্ত
লাথি খায় অকপটে জ্যন্ত কি ঘুমন্ত
আরো গিলে যেতে হয় যাহা অযোগ্য
গিলতে বারণে যে,সে বড় অসভ্য
আরো কত খাওয়া খাই বলে গেছে সুকুমার
হয়নি তখন হুষ এখন কি হবে আর
তবে শুধু বলে যাই হবো,হবে জব্দ
এলোকেশী ঝড়ে উড়ে জমিদার সুদ্ধ