-ওগো প্রিয় বন্ধু আমার...!
-এই বিস্ময়কর অপরুপা পৃথিবী ছেড়ে, যেদিন আমি চলে যাব;
-চলে যাব আমি সেই না ফেরার দেশে !
-সেদিন অবেলায় কখনো যদি আমায় মনে পড়ে ,
-যদি মনে পরে, ফেলে আসা মোর কোনো কবিতার ছন্দ ,
-অথবা মনে পড়ে আমার, অলিখিত কোনো গানের পংক্তিমালা ।
-তবে চলে যেও তুমি প্রকৃতি ঘেরা, এই বাংলার কোনো এক রুপালি গ্রামে ;
-যেথা তুমি গ্রামের আঁকাবাঁকা ধুধু আলপথে, পেয়ে যাবে আমায় কোনো এক আগন্তুক বেশে ,
-পেয়ে যাবে আমায় বাঁশের মাচায়, পা দোলানো সেই চপলা কিশোরীর পাশে ,
-পেয়ে যাবে আমায়, কাঁঠাল বাগানের সেই নিশ্চুপ সতেজ ছায়ায় ,
-পেয়ে যাবে আমায় সেই ঘন বাঁশঝাড়ে, যেথা পল্লবে পল্লবে বেজে ওঠে প্রকৃতির সুর ,
-পেয়ে যাবে আমায় আকাশের ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা, তাল গাছ গুলোর কোন একটির নিচে ।
-তবুও যদি হারিয়ে ফেলো আমায়..!
-তবে খুজে পাবে মোরে, নদীর জলে স্নান করা সেই দুরন্ত কিশোরের দলে !
-কিংবা খুঁজে পাবে মোরে গাঙের স্বচ্ছ জলে, লাফিয়ে পড়া সাহসী সেই রাখালের প্রশস্ত বুকে ,
-অথবা পালতোলা নৌকার পাটাতনে বসে, প্রিয়সির কোলে মাথা রাখা সেই নবদম্পতির পাশে ।
-তবুও যদি, না পাও মোরে..!
-তবে খুজে নিও আমায় এই সবুজ বাংলার, রূপালী ধানের শীষে ;
-কিংবা দখিনা বাতাসে, হেলে দুলে বলা কাশফুল গুলোর প্রেম কথনে ,
-অথবা হয়তো পাবে আমায়, পরিশ্রান্ত কৃষকের ঘর্মাক্ত দেহে ,
-অথবা হয়তো পাবে আমায়, মন মাতানো সেই রাখালিয়া বাঁশির সুরে !
-অথবা খালি কলসি হাতে, কৃষাণীর ব্যতিব্যস্ত পদচারণায় ,
-অথবা উঁচু-নিচু পাহাড়ের গায়ে লেগে থাকা, লালমাটির তীক্ষ্ণ সুবাসে আমায় খুঁজে পাবে ।
-অথবা পেয়ে যাবে আমায়, দূর বহুদূর সবুজ আবৃত ঘাসে-ঢাকা বিস্তৃত মাঠে ;
-যেথায় গবাদি পশু গুলো স্বাধীন মনে ছুটে চলে, আমার পানে মুচকি হেসে চেয়ে থাকে ।
-তবুও যদি খুঁজে না পাও এই অবোধ কবিকে..!
-তবে তারা ভরা সেই রাতের আকাশে, চাঁদের আলোয় না হয় আমায় খুজে নিও ,
-অথবা পেয়ে যাবে আমায় বর্ষার কোন বৃষ্টিস্নাত দিনে, কচুপাতায় জমে থাকা জলের ফোটায় ,
-অথবা ভোরের স্বচ্ছ শ্যামল, সতেজ পূবালী হাওয়ায় ।
-তবুও যদি না পাও এই অভাগারে..!
-তবে পেয়ে যাবে আমায় ;
-এই রূপালী বাংলার কোন এক বটো-বৃক্ষতলায়, নির্জন নিরালায় ঘুমিয়ে থাকা কবর দেশে..!!
-সেদিন তোমরা আমায় ভুলে যেও বন্ধু, ভালোবেসে মোর এই শেষ ছন্দমালা...
-ভালো আমায় নাইবা বেসো, আঘাত আমায় দিও ,
-দূরেই আমার থেকো গো তোমরা, ভালোবাসা নিও ।
-তোমাদেরি পাশে সদা পাবে মোরে, হয়তো নিরালায়  কিংবা তোমার চরন পরে..!
-ভালোবেসে আমায় নাইবা দিলে ঠাই, তোমার হৃদয় ঘরে ,
-পায়ে পিষ্ট ফুলের মতো, ভুলেও যদি যাও আমায় ,
-তবু আমি একা বিষন্ন কবি গেথে যাব মালা, ভালোবেসে বন্ধু তোমায়..।