আমার পৃথিবী


আমার পৃথিবী তুমি অবিচ্ছিন্ন এক কাব্য,
শিউলি ঝরা ভালোবাসার অমিয় সৌহার্দ্য,
দেখা দাও বহু রঙে, পল্লবে, পুষ্পে,  
উচ্ছ্বসিত আবেগে মুক্ত প্রাণের স্পন্দনে,
নির্বাক আমি দেখি গভীর চলার ধারা!
নিবৃত মন যেন তোমাতে আপন হারা!


আমার পৃথিবী তুমি নিমগ্ন হৃদয়ে
অনিকেত হয় অতন্দ্র প্রহরে,
জাগিয়ে আমায় প্রথম প্রভাতে
সিক্ত মাটির দুর্লভ ঘ্রাণ দিয়ে
নিয়ে গেলে মেঠো পথ ধরে
বহু দূরের দেশ ছেরে-
যেথায় হারায় মনের নির্লিপ্ত বাসনা
স্তিমিত জীবনে আনে বর্ষণ বারিধারা।


আমার পৃথিবী তুমি হও না জীর্ণ
ধূসর বসনে কুয়াশায় আছন্ন।  
দেখোনি? বসন্ত আগমনী মঞ্জরী সাজিয়ে,
হৃদয় প্রণীত করে সুন্দরের তরে।
আমি তো দেখি মায়া ভরা সংসার
পূর্ণতা আনে ভালোবাসা সম্ভার।
তাই, সাধ জাগে ঐ মাধবী বন লতায়
বাঁধবো প্রাণ আমি মিতালি মমতায়
ভাষা শুধু কথা হবে মধুর ব্যঞ্জনে
রিক্ত জীবন ভরিয়ে প্রেমের আলিঙ্গনে।


আমার পৃথিবী তুমি নিরুপম নীল!
আকাশ জুড়ে মেঘ মেলার অনন্ত মিল
যেথা হতে শিশির বিন্দু, দিয়ে প্রেম ধরায়
দর্শন হয় ক্ষুদ্র অস্তিত্ব অমূল্য এক ছোঁয়ায়,  
ভালবাসি তেমনি তোমায় শত বাধা শত দুঃখে,
প্রহেলিকা সরিয়ে মুক্ত করে আমি রে-
আমার পৃথিবী তুমি বেঁচে থাকো ভালোবাসায়,
অনাদিকাল হৃদয়ের অপার বিশালতায়।


ফারহানা রুনা