অন্ধকার তুমি এত গহীন?
বুঝিনি আগে কখনও!
এ যে প্রাণের সাথে বেঁচে থাকবার লড়াই,
নিঃশ্বাসের সাথে অক্সিজেন প্রবাহের বিরোধ।
আমি যোদ্ধা লড়ছি-
একটু আলোর ছোঁয়ায়-
সূর্যকে আরেক বার দেখবার আশায়।


নিস্তব্ধতা তুমি এত গভীর?
জানা নেই তোমার অস্তিত্ব!
এ যে অনিশ্চয়তা মাঝে অলিক স্বপ্ন-
প্রতীক্ষার প্রহর খুঁজে অসম্ভব সান্নিধ্য-
আমি যোদ্ধা লড়ছি-
একটু শব্দ শোনার প্রতীক্ষায়-
কোলাহল মুখরিত জীবন কোথায়?


জীবন তুমি এত অনিশ্চিত?
ভাবিনি এভাবে কখনও!
এ যে নির্মম সত্যের কাছে নির্বাক যুক্তি-
বহমান ধারায় অতৃপ্ত ইচ্ছে নদী-
আমি যোদ্ধা লড়ছি-
একটু বাঁচার প্রত্যাশায়-
নিয়োগ করে শুধু আমায়।


করোনা তুমি এতোই শক্তিধর?
বুঝিনি তোমার বিস্তার কতটা সুদূর!
এ যে যুদ্ধ তিন শো কোটি জিনোম সাইজ এর মানুষ
আর তিরিশ হাজার বেস পেয়ার আরএনএ ভাইরাস!
আমি যোদ্ধা লড়ছি-
বিরোধ ক্ষুদ্র এক জীব-
প্রতিরোধ করার চেষ্টা আমরণ-
মেটাতে মানব সভ্যতার ঋণ।