আমি শিশু অস্ফুট
ভূমিষ্ঠ হয়ে অবরুদ্ধ
দৃষ্টি অতল নভোনীল
নিভৃতে দিন অন্তরীণ।


আছো তুমি স কাশে সমুদয়
স্বরূপে সমন্বয়
অসীম সুষমা কিরণে,
দিয়েছ ধ্রুব জ্যোতি
প্রতিরূপ স্থির দ্যুতি
পথের সারথি সন্ধানে।


দেখাও অমিত্র ধরায়
জাগাও প্রেম অর্চনা
অলঙ্ঘ্য সীমা ছাড়িয়ে
অতুল বাসনায় রাঙাতে।


ধরণীর তরে চলমান রথে
জীবন ধারার প্রান্ত ধরে
নিঃস্ব করোনা শেষের পথে
আপন কর্মের বিচারে।


করো চলমান স্রোতস্বিনী,
কুহেলিকা র অন্তর্ধান নাশী,
জ্বালাতে শিখা অনির্বাণ
নিগূঢ় লক্ষ্যে দীপ্তিমান।


আমি শিশু দিক-দিশারী
অনুভবে শক্তি প্রসারী
উন্মোচন করি অবিচল রহস্য
প্রতিদানে সৃষ্টির প্রাপ্য।


ফারহানা রুনা
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র