জীবনের সাধ যদি না মিটে জীবনে
তবে মিছে কেন আশা দেখাও?
পথের দেখা যদি না মিলে পথে
তবে মিছে কেন পথে ঘুরাও?
আমার না মিটিল সাধ, না মিলিল পথ,
না ঘুচিল অন্তর্দাহ,
আমি, নিঃস্ব পথিক, নির্বাসনে-  
অচেনায় বাধলাম ঘর।


আপনার ঘর আপন করতে
জাগে যে ভালবাসা,  
দেখা দিয়ে আবার লুকায় অভিসারে
ভুলো মন দিশাহারা।
প্রহর কাটিয়ে দিনমান আমি
গাঁথি সুর একা নিভৃতচারী
পাই খুঁজে আবার হারিয়ে খুঁজি
সুনির্দিষ্ট হয় না স্বরলিপি।


বেঁধে প্রাণ মোর এই বেলা
শিখিয়ে দাও লয়ে’র সুষমা
সুরে সুরে হৃদয় ভরিবে
কর্ম, জ্ঞান, আর আত্ম সমর্পণ,
পথের দিশা পথেই মিলিয়ে,
প্রাপ্তি রচিবে তোমারই নির্বাচিত ঘর।


ফারহানা রুনা
ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র