আজ বসন্তের এই গোধূলী ক্ষণে,
ফেলে আসা সেই দিনগুলির কথা,
ভেসে উঠলো এ মনে।


যখনি নামতো রিমঝিম বৃষ্টি,
অন্যরকম পরিবেশের হতো যে সৃষ্টি,
তারই দিকে আজ,
চলে গেল দৃষ্টি।


দুষ্ট ছেলেমেয়ের দল, হাতে নিয়ে ফুটবল,
বলতাম সবাই খেলতে যাই চল,
চলতো খেলা, ফুরাতো বেলা,
ক্লান্ত খেলাস্থল।


খেলাশেষে আসতাম ফিরে বাড়ি,
এ কারণে শুনতে হতো,  
মায়ের মুখের ঝারি,
বলতো ঘরে আয় এবার গোসলখানি সারি।


ফেলে আসা সেই দিনগুলির কথা,
কভু পারবো না যে ভুলতে,
স্মৃতি হয়ে থাক সব,
এই মনের মাঝে গাঁথা।