সাড়ে সতেরো মিনিটের সেই ভাষণ,
দিয়েছিল মুজিব রেসকোর্সের প্রাঙ্গন।


মুজিবের সেই ভাষণ দ্বারা,
বাঙ্গালী পেয়েছিল মুক্তিসংগ্রামের সাড়া।


অগ্নিঝরা সেই ভাষণের ফলে,
যা ছিল যার, তা নিয়েই যুদ্ধে চলে।


যেই ভাষণে পাক সেনারা,
ছাড়লো এ দেশ, হলো দিকহারা।


যে শুধু নয়তো একটি ভাষণ,
ছিলো যা পাক হানাদের হটাবার শাসন।


অগ্নিঝরা সেই ভাষণের ফলে,
"স্বাধীনতা" আমরা শেষে পেলাম ফিরে।


যতদিন থাকবে দেশ, থাকবে এই পতাকা,
ভুলবেনা বাঙ্গালী অগ্নিঝরা সেই ভাষণের কথা।