তুমি কি যাবে ভাই?
চলোনা একবার ফিরে যাই,
আমার সবুজ শ্যামল গাঁয়।


যেখানে রাত ফুরায় আযানের তানে,
যেখানে সকাল হয় পাখির গানে,
চলোনা সেখানে যায় ফিরে যায়।


যেখানে সূর্য হাসে বেলগাছটার ফাঁকে,
সারাটাদিন সারাবাড়ি আলোতে ভরে রাখে,
চলোনা একবার গিয়ে প্রাণ জুড়ায়।


যেখানে মায়ের হাতের হরেক পিঠায়
খেয়ে মনের তৃপ্তি মিটায়,
চলোনা ভাই ফিরে যায় হেথায়।


যেখানে ভরদুপুরে দুষ্ট ছেলের দল,
কাটে সাতার উত্তাল করে দীঘির জল,
চলোনা যায় সেই,
ছোট্ট সোনার গাঁয়।


যেখানে পল্লীবালারা নুপুর পায়ে হাটে,
আর পল্লীবধূরা গোমটা দিয়ে থাকে,
সেখানে আমার সাথে
চলো একবার যাই।


যেখানে সন্ধা নামে গুধূলির তরে,
যেখানে মানুষ ঘুমায় ছোট্ট কুটির নীড়ে,
এসবকিছু দেখতে চলো,
আমার সবুজ শ্যামল গাঁয়।