এ কী অপরূপ সুরে শোনালে মোরে আযানের বাণী।
মধুর চেয়ে মধুর খাঁটির চেয়ে খাঁটি
তৃষায় যেন রে ভাই দিলে মোরে আবে কাউসারের পানি।


ভাই রে ভাই এ যে সোনায় সোহাগা
স্বর্গীয় সুখে বরিষ সানন্দ বরিষা
অমরাপুরের এমন দিব্যি সুর কলি
মরমে উতলিয়া-উতলিয়া ভাসে সুরেলা লহরি।
চনমনে মর্দে মু'মিনের লালিম রূধি
ঝলকে যেন ছুঁই ছুঁই নীলাম্বরী রবি।
এ কী অপরূপ সুরে শোনালে মোরে আযানের বাণী।


ধরণীতল ভিতর-বাহির সোধা মাটির  
আধো মাটি আধো জল উঠেছে মেতি
মরমে মরমে বহে আকুল সুর স্রোতশ্বিনী  
শুনি আযানের একি বেনজির ধ্বনী।


এ বীণা শুধাতে পারেনা কোন ময়না
না কোনও তোতা না বুলবুলি তবে কী
জান্নাতুন তাজরী মিন তাহতিহাল আনহার
গুন গুনায় ছাল-ছাবিলা তটিনী।
এ কী অপরূপ সুরে শোনালে মোরে আযানের বাণী।
মধুর চেয়ে মধুর খাঁটির চেয়ে খাঁটি
তৃষায় যেন রে ভাই দিলে মোরে আবে কাউসারের পানি।