মধুর চেয়ে মধুর খাঁটির চেয়ে খাঁটি
এ কী অপরূপ সুরে শোনালে মোরে আযানের বাণী।
তৃষায় যেন রে ভাই দিলে মোরে আবে কাউসারের পানি।


ভাই মুয়াজ্জীন আল্লাহর নামে কি লিলা রাজে
এ নাম ডাকিলে এত সুধা এত মধু ঝরে।
মর্মে মর্মে সুর লহরী উথাল তরঙে নাচে ভরা জলধি  
এমনি যে মঁজু সুখে ভাসালে মো'মিনের শিরা ধমনী।
এ কী অপরূপ সুরে শোনালে মোরে আযানের বাণী।


আকাশে পাতিয়া কান নাচিয়া জমিন খোলে দিছে প্রাণ
অবশেষে আসমান নাকি খুলি দিল বাঁধ তাই কী
শূনি বেহেসতী তোতার মুখে এমন মধুর ধ্বনি।
এ কী অপরূপ সুরে শোনালে মোরে আযানের বাণী।
মধুর চেয়ে মধুর খাঁটির চেয়ে খাঁটি  
তৃষায় যেন রে ভাই দিলে মোরে আবে কাউসারের পানি।