একটি ফুলের বসন তলে
ছয়টি ঋতুর বাসা।
দু'টি পা পড়ার আগে দু'চোঁখ জোড়ে
কল্পলোকের আল্পনা।
মাগো এমন সোনার বাংলা তোমার
খাঁটি ষোলো আনা।


সোনা চান্দি হীরা মোতি
আছে ভাই আছে সবি
রাত্রির চন্দ্ররসে ফোটা পদ্ম
ভোরের শিশিরে ধোয়া
ভরপুর এই জমি।
চাইতো শুধু ভালোলাগা
দেশের তরে একটু ভালোবাসা।


আজ স্বাধীনতা দিবস
দূর করে দুর্নীতি ছেড়ে হিংসা
এসো ফাগুন বনে
খেলব স্বাধীন বাংলায়
গৌরবের বসন্ত খেলা।


তুমি খোলা মনে ভালোবেসে
এই জমি এই জন গোষ্ঠী
পরে নিও ফুলমালা।
দেখ এই ভরা বসন্তে
সোনার বাংলার রঙপুকুর পারে  
কোন অদূরে ছায়াতলে
বাঁধিবে বাসা চন্দ্রমা।
তায় খুঁজে এইখানে
আসিবে ধুলায় নেমে  
গগনপরী নীলাঞ্জনা!
মাগো এমন সোনার বাংলা তোমার
খাঁটি ষোলো আনা।