আসিলে ফাগুন
ডাকিলে কোয়েলা
কৃষ্ণচূড়ার বনে সাজিবে
সোনার বাংলা ফুলে ফুলে।
তারা হাসে আকাশে
চৈতি এলে দেশে।


এতো জল, এতো বারি
ঝরে জলধি
বৈশাখ এলে শেষে।


একের পর এক তিন মাস
তিন মৌসুমে জল স্থল
আকাশ জুড়ে খেলা করে
এমন মিলে মিশে
ভাই আর কোন দেশে?