সারাদিন খোলা আকাশে
রংখেলা খেলা খেলে
সূর্যাস্ত নিরলে নিঃস্তব্দে
ডুব দেয় গোধূলির পাড়
জলকেলে কক্সবাজার
গভীর সাগর জলে।
নিচে নেমে এল আকাশ
তারার মিছিল নিয়ে।


অচিন পারের আঁধার
অচিরেই খোয়ে যাবে
মিটি মিটি মৃদু পায়ে
তিলক বসে গোধূলির গালে।  


নিঃশব্দ নিসর্গ কে জানে
কত অযুত ছায়াপথ গাঁথে
তারার মালা নীরবে নিভৃতে
ঐ চন্নি রাতের আকাশ পারে।
নিক তুলি তারার মালা সে
সাজবে সব গ্রহেরই গালে।


সার্থক সখি যার খাবের তা'বীর
হোক কোলাহলে বা নীরবে নির্জনে
সে নাইবা পরিল তারার মালা চাঁদের হাঁটে।