আমি কি দিতে পারি
তুমিই তো সব নিয়ে এলে।
কদর রজনীর রাত পোহালে
সাতাশ রোজায় ২০২০ সালে
আমার কলমের ডান হাতে
করোনা টিকা দিয়ে গেলে।
তোমার এ কেমন রাজানুগ্রহ
মন চায় সারা বিশ্ব সাথে নিয়ে দেখিব।


এমনও করুণা যেন কখনও হয় তবে
অভাগা বামন না পেরেও যেন
কখনও চাঁদ ছুঁয়ে নিতে পারে!  


করোনা মুক্ত নতুন উষায়
আমি তোমার হাতে
প্রথম আলো তুলে দিব
তুমি আমায় একটি
হাসি এঁকে দিও।


জমিনে নেমে স্বর্গ প্রদীপ রবি
গোলাপ শিশিরে ডুবে জ্বলে।
আমি ঐ ভোরের শিশির জল
তোমার অলক তলে তুলে দিব
তুমি আমার স্বপ্ন ছুঁয়ে যেও।


আমি তোমার আঁচল ভরে
ছায়াঘন কাজল কেশে
জোছনা মেখে দিব।  
তুমি বুক ভরে
আমায় একমুঠো
ভালোবাসা দিও!