(এক পলকে)
চোখের পাতা পড়ে এক পলকে
খুলে রাখা শেষ রজনীর নেকাব
ফুল্ল গোলাপের খাঁজে ভাঁজে।  
ভেসে যাবেনা সাত রঙা অরুণার ঢেউয়ে
অবাক বেলাই আবার ভেসে যাবে
রজনীর প্রান্তে গোধূলির পাল তুলে।


(আঁখি খুলে)
স্বাগতম কুসুম কাজল আবরু সন্ধ্যা
ও তার চলার পথে নিবিড় রজনী  
বুনুক যতনা আঁধারি কশিদা।
ঐ কালা কালা ডুরে খাঁজে ভাঁজে
অনুরাগে সুরমা পরাগ পরে মনোহরা
খুলবে আঁখি আকাশভরা তারা।