ও সে জীবন বাটে
নিত্যচলা ভরা তটিনী
তরল কোমল চলুক নিরবধি!


রোদ্দূর রাঙা দিনের মেলায়
ফুলের কূলে ঐ গোলাপ শিশির
যাবার বেলায় দূর নিলীমায় যাক ভাসি।


কে জানে ভাই পেরিয়ে কোন জলসিড়ি  
সন্ধ্যাকাশে উড়ে যাওয়া কোন পাখি
ছুঁয়ে নিবে দ্বাদশ রাতের মধু শশী!